হাটহাজারীতে দেখা মিলল বিরল প্রজাতির গন্ধগোকুল

41

হাটহাজারী প্রতিনিধি

গন্ধগোকুল ইংরেজি নাম-এশিয়ান পাল্ম সিভেট; বৈজ্ঞানিক নাম-প্যারাডক্সুরাস হারমাফ্রোডিটাস। ‘সাধারণ বা এশীয় তাল খাটাশ’, ‘ভোন্দর’, ‘নোঙর’, ‘সাইরেল’ বা ‘গাছ খাটাশ’ নামে পরিচিত। চট্টগ্রামের স্থানীয় ভাষায় বাঘডাশ বলে ডাকা হয়। তালের রস বা তাড়ি পান করে বলে তাডড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। গত ৫ জুন হাটহাজারীতে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় এবং বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত এমন একটি নারী জাতীয় গর্ভবতি গন্ধগোকুল উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। ওই দিন বিকেলে উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেলাল মেম্বারের বসত বাড়ি থেকে এই গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার পরবর্তী রেঞ্জের আওতাধীন হাটহাজারী পৌরসভার পশ্চিমে গহীন জঙ্গলে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ১১ মাইলস্থ স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, ছিপাতলী ইউনিয়নের বেলাল মেম্বারের বসত বাড়িতে প্রায় ১৬ কেজি ওজনের নারী জাতীয় গর্ভবতি গন্ধগোকুলটি বাড়িতে ঢুকে আর বের হতে পারেনি। নিশাচর এই প্রাণিটি হঠাৎ দিনের বেলায় দেখতে পেয়ে ওই এলাকার উৎসুক জনসাধারণ কিছুটা আতঙ্কিত হয় এবং ভয়ে ইট পাটকেল নিক্ষেপ করে গন্ধগোকুলকে ধাওয়া দিতে থাকে। এ সময় স্থানীয় মানুষের ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’ (এসআরটিবিডি) নামে একটি সংগঠনের সদস্য সিদ্দিকুর রহমান রাব্বির সহযোগিতায় প্রাণিটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। পরে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় এবং বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত গন্ধগোকুলটি পৌরসভার পশ্চিমে বন বিভাগের আওতাধীন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।