হাটহাজারীতে ছড়ার উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত

28

জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা অমান্য করে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ একটি বেসরকারি হাসপাতাল সংলগ্ন সরকারি খাস খতিয়ানভুক্ত ছড়ার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ছড়া অবৈধভাবে দখল করে দোকান নির্মান মো. বাহাদুর (৬০) নামে এক ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এ জায়গা দখলমুক্ত করেন। এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন জানান, দন্ডপ্রাপ্ত বাহাদুর সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত ৮০২৪ দাগের ১০ ফুট বাই ৪৫ ফুট ছড়া দখল করে টিনশেড দোকান নির্মান করেছিলেন। এর প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর তাকে জেলা প্রশাসক মহোদয় স্বাক্ষরিত নোটিশ দেয়া হয়। নোটিশ পেয়েও জায়গা ছেড়ে দেননি তিনি। এরমধ্যে গত শুক্রবার রাতে পাকা দোকান নির্মাণ কাজ শুরু করলে রাতে গিয়েই তাকে নিষেধ করা হয়। তিনি তখন কাজ বন্ধ করেন। তিনি আরও জানান, সকালে আবার দ্বিগুণ লোকবল নিয়ে কাজ শুরু করার খবর পেয়েই তৎক্ষনাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধভাবে ছড়া দখল করে নির্মাণাধীন দোকার গুড়িয়ে দিয়ে দখল মুক্ত করা হয়। এ সময় আদেশ-নিশেষ অমান্য ও সরকারি ছড়া অবৈধভঅবে দখল করে দোকানগৃহ নির্মাণের দায়ে বাহাদুরকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।