হাটহাজারীতে চেয়ারম্যান পদে ৮ ইউনিয়নে নতুন মুখ

99

হাটহাজারী প্রতিনিধি

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ১৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে সদ্য ঘোষিত তফসিলে উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন বাদে ১৩ ইউনিয়নে মনোনয়ন প্রাপ্তদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ৮ জন নতুন মুখ রয়েছে। গত ২৫ অক্টোবর দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন বোর্ড যাচাই করে তৃতীয় ধাপে হাটহাজারী উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থীর নাম ঘোষণা তথা তাদের নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। এরমধ্যে গত ২৬ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়ার সাক্ষরিত এক চিঠিতে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। জানা যায়, কেন্দ্রীয় কার্যালয় থেকে সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন বোর্ড যাচাই করে ১৩ ইউনিয়নে মনোনয়ন প্রাপ্তদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে আটজন নতুন মুখের নাম ঘোষণা করা হয়েছে। এরা হলেন- উপজেলার ২নং ধলই ইউনিয়নে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শাহা নেওয়াজ হোসেন চৌধুরী, ৩নং মির্জাপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান সুমন, ৫নং নাঙ্গলমোড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, ৬নং ছিপাতলী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবেদীন, ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহেদুল আলম, ১১নং ফতেপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দীন ও ১৫নং বুড়িশ্চর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন। ইউপি নির্বাচনে ১৩ জন সম্ভাব্য দলীয় প্রার্থী মনোনয়ন বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন চৌধুরী নোমান। তিনি বলেছেন, মনোনয়ন প্রাপ্তদের মধ্যে ধলই ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আলমগীর জামানের সিআইপি নাম থাকলেও তা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিবর্তন করে মনোনয়ন বোর্ড চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শাহা নেওয়াজ হোসেন চৌধুরীকে নির্বাচিত করেছে। এছাড়া আরও দুই একটি ইউনিয়নে পরিবর্তন আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। এদিকে, সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে সদ্য ঘোষিত তফসিলে উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন বাদ রাখায় ক্ষোভ প্রকাশ করেছ এ ইউনিয়নের সাধারণ ভোটাররা। অন্যদিকে, তফসিল ঘোষণার পর মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরকার দলীয় ও সত্বন্ত্র প্রার্থীদের জনসংযোগ করার প্রস্তুতি নিতে দেখা গেলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের মাঠে দেখা যাচ্ছে না।