হাটহাজারীতে চায়ের দোকান থেকে জব্দ হয়েছে টিভি

101

হাটহাজারীতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামজিক দূরত্ব বজায় রাখতে হাটহাজারী উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সরকারি নিদের্শনা না মানায় জরিমানা করা হচ্ছে মুদি দোকানিকে। বন্ধ করে দেওয়া হচ্ছে চায়ের দোকান এবং জব্দ করা হচ্ছে টিভি। এছাড়া জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচারণাও চালানো হয়। এক্ষেত্রে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানা গেছে, গত ১৯ এপ্রিল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার গুমানমর্দ্দন, সরকারহাট, চারিয়া, হাটহাজারী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নির্দেশনা অমান্য করে বিকেল ৫টার মধ্যে দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ দোকানিকে ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ৩টি হোটেল ও চায়ের দোকান বন্ধ করা হয়। এছাড়া গত ১৮ এপ্রিল রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ উপজেলার কাটিরহাট, উদালিয়া, বশিরহাট, সরকারহাট, হাজী পুকুরপাড় বাজার, চারিয়া বাজার ও হাটহাজারী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি চায়ের দোকান বন্ধ করা হয় এবং নির্দেশনা অমান্য করে বিকাল ৫টার পর দোকান খোলা রাখায় ৩টি মুদি দোকানিকে ২ হাজার অর্থদন্ড প্রদান করেন। এছাড়া হাজী পুকুর পাড় বাজারের ২টি চায়ের দোকান থেকে ২টি টিভি জব্দ করে পৌরসভার হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হলে সবাইকে সচেতন হতে হবে। মেনে চলতে হবে সরকারি নির্দেশনা। আর এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। যদি এ নিদের্শনা মানা না হয় তাহলে জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।