হাটহাজারীতে গ্রেপ্তার ১২ বিএনপি নেতাকর্মী কারাগারে

10

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার হাটহাজারী থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ ইরফান এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার রাতভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করে।
গেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য ইয়াসিন আরাফাত (২৭), হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য মোর্শেদুল আলম (৩৮), পৌরসভা ছাত্রদলের সদস্য মোহাম্মদ ইব্রাহিম (২৬), ধলই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন (৫০), ইউনিয়ন যুবদলের সদস্য আনোয়ার হোসেন (৩২), দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান (৪৫), দক্ষিণ মাদার্শার বিএনপির কর্মী আবুল কাসেম (৪৮), মেখল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন (৪৬), একই ইউনিয়নের বিএনপি সমর্থক তাসকির আহমদ (৫৬), পৌর এলাকার মিরেরখিল ছাত্রদলের সমর্থক রানা হামিদ (২২), বুড়িশ্চর ইউনিয়নের বিএনপি কর্মী আবুল বশর (৪৪) এবং ফরহাদাবাদের মুহাম্মদ মহিউদ্দিন (৪০)।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, নাশকতার অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ৩৩ জনের নাম উল্লেখসহ ১৩০ থেকে ১৪০ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত ৩৩ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।