হাটহাজারীতে কৃষক গ্রুপের মতবিনিময়

7

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের সাথে মত বিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আজকের শিশুরা আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই তাদেরকে স্বাস্থ্যবান জাতি হিসাবে গড়ে তুলতে হবে। আর এই প্রজন্মকে স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। গতকাল শনিবার হাটহাজারী পৌরসভার আলিপুরস্থ কৃষি মাঠে এ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল হুদা। মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রৌফ। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় পরীক্ষন ও মূল্যায়ন, বাস্তবায়ন বিভাগের মহা পরিচালক (যুগ্ম সচিব) মো. আফজল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ অধিশাখার যুগ্ম সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা-৭ শাখার উপ-সচিব সুজয় চৌধুরী, প্রকল্প পরিচালক মুহাম্মদ মাইদুর রহমান, কৃষি স¤প্রসারণ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক মো. আক্তারুজ্জামান, উপ পরিচালক শেখ আবদুল্লাহ ওয়াহেদ, বিভাগীয় কর্মকর্তা আরিফুর রহমান ও হাটহাজারী উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার। অনুষ্ঠানে প্রকল্পের বিষয়ে মতামত প্রদান করেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। কৃষকদের পক্ষে মতামত প্রদান করেন হারুন অর রশীদ, মে. সালাউদ্দিন এবং ফাতেমা বেগম প্রমুখ। মতামত প্রদান করেন উপ সহকারী কৃষি কর্মকতা মো. জামাল উদ্দিন।