হাটহাজারীতে কলেজ শিক্ষার্থীদের ইফতারি বিতরণ

29

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস (কোবিড-১৯) প্রদুর্ভাবে দেশের এ ক্রান্তিলগ্নে জীবনের বাজি রেখে দিবারাত্রি পরিশ্রম করে যাওয়া মানুষদের মাঝে ইফতারি বিতরণ করেছেন হাটহাজারী সরকারি কলেজ অর্নাস পরিবারের শিক্ষার্থীরা। গত ১৭ মে সম্মুখ যোদ্ধা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স, থানা পুলিশ, প্রশাসনিক কর্মকতা-কর্মচারী ও কর্মরত সাংবাদিকদের উৎসাহ ও সম্মান জানাতে উক্ত কলেজের পাঁচ বিভাগের অনার্স পরিবারের শিক্ষার্থীদের উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করে। এছাড়া মেহনতি পরিবহন শ্রমিক (রিক্সা, ভ্যান ও সিএনজি রিক্সা চালক) এবং ভ্রাম্যমাণ হতদরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ৪ শতাধিক প্যাকেট ইফতার বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী মুন্না, জিসান, শাকিল, রাকিব, তারেক, তাসিন, রাফি, মুবিন, ইরফান, তালেব, টিটু ও জমির। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন হাটহাজারী সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গুল মোহাম্মদ, কলেজ ছাত্রছাত্রী ঐক্য পরিষদের আহবায়ক মিজানুর রহমান এবং সচিব সাকেরিয়া ওচৗধুরী সাগর। তাছাড়া ইফতারসামগ্রী বিতরণ শেষে সদ্য অবসরে যাওয়া হাটহাজারী সরকারি কলেজ প্রাক্তন অধ্যক্ষ মির কফিল উদ্দীন এর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।