হাটহাজারীতে করোনা আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নিলেন আনিস

43

হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে হাটহাজারীতে করোনা ভাইরাস প্রাদুর্ভাব চলাকালীন এক জরুরি সভা গত ৯ জুন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনজীবন হুমকির সম্মুখীন হয়েছে। অনেকে অনেকের প্রিয়জনকে হারিয়েছে। হাটহাজারী উপজেলায় বর্তমান সময়ে যে সকল রোগী করোনা ভাইরাসে আক্রান্ত আমি আমার ব্যক্তিগত তহবিল হতে সকল রোগীর চিকিৎসা সেবা, ঔষধপত্র সহ যাবতীয় ব্যয়ভার বহন করব। এই প্রস্তাবে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম ইমতিয়াজ হোসাইন, উপজেলা প্রকৌশলী চৌধুরী মো. আছিফ রেজা, কেন্দ্রীয় ইউপি চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম, আলমগীর জামান, নুরুল আহসান লাভু, ওসি মাসুদ আলম, এমপির ব্যক্তিগত সহকারী অফিসার সৈয়দ মঞ্জুরুল আলম সহ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি