হাটহাজারীতে উদ্ধার হওয়া ২২ পদ্মগোখরা বনে অবমুক্ত

21

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে বসতঘরের শৌচাগারে মিলল ২২টি পদ্মগোখরা সাপের বাচ্চা। গত ২৮ অক্টোবর পৌরসভার ৩নং ওয়ার্ডের দেওয়ান নগর এলাকায় ১১ মাইল নামক স্থানে কবির চেয়ারম্যান ঘাটা নুর ভবনের ভাড়া বাসার নিচ তলায় শৌচাগার থেকে বাচ্চাগুলো উদ্ধার করেন বনবিভাগের কর্মী ও স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী দল।
বিষয়টি নিশ্চিত করে বনবিভাগ হাটহাজারী বিট কাম চেক স্টেশন অফিসার ও রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান, গত ২৭ থেকে ২৮ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত টানা অভিযান চালিয়ে উক্ত এলাকার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠ কর্মকর্তা বেলাল হোসেনের নুর ভবনের ভাড়া বাসা নিচ তলায় বসতঘরের শৌচাগারে পদ্মগোখরা সাপের বাচ্চাগুলো দেখতে পেয়ে বনবিভাগকে অবহিত করে। খবর পেয়ে দ্রæত এ স্থানে গিয়ে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের পরিচালক সিদ্দিকুর রহমান রাব্বির নেতৃত্বে ফরহাদুল ইসলাম ও রেজাউল করিম রাকিবসহ অন্যদের সহযোগিতায় আমরা বসতঘরের শৌচাগার ভেঙে সেখান থেকে ২২টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করি। পরে বনবিভাগের আওতাধীন হাটহাজারী পৌরসভার পশ্চিমে গহীন বনে সাপগুলোকে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান। এরআগে গত ২২ অক্টোবর উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের রান্নাঘর থেকে আটটি পদ্মগোখরার বাচ্চা উদ্ধার করে বনবিভাগের কর্তারা গহীন বনে সাপগুলোকে অবমুক্ত কররেছিল।