হাটহাজারীতে আহলে সুন্নাতের সভা ইসলামকে বাঁচাতে দরকার সূফীবাদে উজ্জীবিত সুন্নী জনতার কর্মসূচি

24

 

আহলে সুন্নাত ওয়াল জমাআত’র উদ্যোগে হাটহাজারীতে ইসলামের চতুর্থ খলিফা শাহে বেলায়ত শেরে খোদা হযরত আলী (রা)’র শাহাদাতবার্ষিকী উপলক্ষে মওলা আলী স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল বিকেলে হাটহাজারী পৌরসভাস্থ বাসস্টেশন একটি হোটেলে সংগঠনটির হাটহাজারী উপজেলা শাখা আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাকুর মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল আমিন। বক্তব্য দেন মোহাম্মদ হারুন, অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দীন, মোহাম্মদ সেকান্দর হোসেন মিয়া, মাওলানা সৈয়দ মুনিরুর রহমান, মাওলানা সৈয়দ আবু তালেব, মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা কাজী আবু সাঈদ, মোহাম্মদ অছি উদ্দীন, মোহাম্মদ নেজাম উদ্দীন ও মোহাম্মদ নাসির উদ্দীন রুবেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজ যে জঙ্গিবাদ সমগ্র পৃথিবীতে ইসলাম ও মুসলমানদের বিশ্বব্যাপী কলংকিত করে দিচ্ছে এর মূলে রয়েছে খারেজী-রাফেজী নামক ভ্রান্ত মতবাদ। যা ইহুদী চক্রান্তেরই ফসল হিসেবে ইতিহাসে স্বীকৃত। ইসলামের নামে এদের অপতৎপরতার জন্য সবচেয়ে বড় হুমকী হয়ে দাঁড়িয়েছিলেন মাওলা আলী শেরে খোদা, তাই খারেজীরা তাঁকে ফজরের নামাজের সময় ধারালো অস্ত্রে মারাত্মকভাবে আহত করে, এবং এ আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। আজ তাদের উত্তরসূরীরাই ওহাবী জঙ্গিবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। বক্তারা আরও বলেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা) এর শাহাদাতের নেপথ্যেও ছিল রাফেজী সম্প্রদায়, যাদের প্রেতাত্মারা বর্তমানে শিয়া জঙ্গি হিসেবে বিশ্বব্যাপী সক্রিয় রয়েছে। এই উভয় উগ্রবাদী সম্প্রদায়ের কবল থেকে প্রকৃত ইসলামকে বাঁচাতে হলে দরকার সূফীবাদে উজ্জীবিত সুন্নী জনতার সাংগঠনিক এবং সুচিন্তিত কর্মসূচি। আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এই দুই উগ্রবাদী গোষ্ঠীর কবল থেকে সরলপ্রাণ মুসলমানদের রক্ষা করতে বদ্ধপরিকর। বিজ্ঞপ্তি