হাটহাজারীতে আবর্জনা সংরক্ষণ বক্স বিতরণ

17

হাটহাজারী প্রতিনিধি
…………………….

হাটহাজারী উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে ইউনিয়নের সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় আবর্জনা সংরক্ষণ বক্স বিতরণ করা হয়েছে। গত ২ নভেম্বর উক্ত ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে এসব আবর্জনা সংরক্ষণ বক্স বিতরণ করা হয়। ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং ইউপি সচিব আবু তৈয়বের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে এসব আবর্জনা সংরক্ষণ বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে এলজিএসপি-৩ কর্মসূচির আওতায় এ ইউনিয়নের সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় আবর্জনা সংরক্ষণ বক্স প্রদান করা হচ্ছে। এর আগে ডিসি রোড ও মুৎসুদ্দি রোড সংযোগস্থলে যাত্রী ছাউনি, শহীদ মিনার চত্ত¡রে মুজিব স্মারক বৃক্ষরোপণ, পেস্কারহাট উচ্চ বিদ্যালয়ের আসবাবপত্র প্রদান এবং ইউনিয়নের বরাদ্দ দ্বারা মেগাপ্রকল্প রাজামিয়া চৌধুরী রোড আরসিসি করণ উদ্বোধন করেন ইউএনও রুহুল আমিন।