হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

9

হাটহাজারী প্রতিনিধি

‘দুর্যোগের আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’-এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে আগুন নিভানোর কৌশল, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও প্রাকৃতিক দুর্যোগসহ নানান দুর্যোগ প্রশমনের মহড়া দেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে ও হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এই দিবস পালিত হয়। পৌরসভা এলাকার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবি, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাজাহান। উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মো. রিসালাত আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী আহসানুল হক প্রমুখ।