হাটহাজারীতে আগুনে পুড়ে গেছে ৩৫ টন পাট

8

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর ফতেয়াবাদ গ্রামের চৌধুরীরহাট এলাকার বেঙ্কর ইন্টারন্যাশনাল কর্পোরেশন নামে একটি জুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই অগ্নিকান্ডে প্রায় ৩৫ টন পাট পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে জানিয়েছে ফ্যাক্টরি কর্তৃপক্ষ। ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহাঙ্গীর আলম জানান, ওয়েল্ডিং’র ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের ২টি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তারা প্রায় ৮০ লাখ টাকার পাটসহ অন্যান্য মালামাল ও টাকা উদ্ধার করে। ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান জানান, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার বিকেলে হাটহাজারী উপজেলাধীন চসিক এর ১নং ওয়ার্ডের ঠান্ডাছড়ি রোডে কাজী ইকবাল মাহমুদ নামে জনৈক এক ব্যক্তির ২টি কক্ষ (৪৫ ফুট দৈর্ঘ্য ৪০ ফুট প্রস্থ) বিশিষ্ট জুট ফ্যাক্টরিতে (স্টিল ফেব্রিকেটেড ভবন) আগুন লাগে। আগুনের লেলিহান শিখা পাটগুলোর মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। এ সময় ফ্যক্টরিতে প্রায় ৬০ টন পাট মজুদ ছিল।