হাটহাজারীতে অবৈধ সেগুন কাঠ জব্দ

10

 

হাটহাজারীতে অবৈধভাবে পাচারকালে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের ১৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। গত ১২ জুন চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারীর ১১ মাইল এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি কাঠ জব্দ করা হয়। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুন ভোরে উক্ত মহাসড়কের ১১ মাইলস্থ হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা ফরেস্টার ফজলুল কাদেরের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। অবৈধভাবে পরিবহন নিষিদ্ধ সেগুন কাঠসহ ট্রাকটি (ঢাকামেট্রো-ট ২২-৫০৯২) জব্দ করা হয়। এ ব্যাপারে হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা ফরেস্টার ফজলুল কাদের জানান, আটকের পর কাঠভর্তি ট্রাক চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অবৈধ চোরাকারবারীদের বিরুদ্ধে। বন রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।