হাটহাজারীতে অগ্নিকান্ডে ৭ পরিবার ও ১ দোকানি নিঃস্ব

6

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে ভয়াবহ পৃথক অগ্নিকান্ডে সাতটি পরিবারের বসতঘর এবং ১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় পুড়ে গেছে একটি মোটরসাইকেলও। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করছে সংশ্লিষ্টরা। গত সোমবার দিবাগত রাতে এবং গতকাল মঙ্গলবার ভোরগত রাতে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের পূর্ব ছড়ারক‚ল দানু সওদাগরের বাড়ি ও পশ্চিম ছড়ারক‚ল এলাকায় এই পৃথক অগ্নিকান্ড দুইটি সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পূর্ব ছড়ারক‚ল দানু সওদাগরের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সাতটি পরিবারের ১৯ কক্ষ বিশিষ্ট টিনশেড ঘর এবং দুই কক্ষ বিশিষ্ট দুইটি মাটির ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পশ্চিম ছড়ারক‚লেও পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেল ও দোকানও আগুনে পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ হবে বলে জানিয়েছেন অগ্নিদূর্গতরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মোক্তার হোসেন, মো. আক্তার হোসেন, মো. দেলোয়ার, মাহাফুজা, দিলোয়ারা বেগম, মো. ওয়াসিম ও মো. মাসুম। এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান। তিনি জানান, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পূর্ব ছড়ারক‚ল দানু সওদাগরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।
এছাড়াও মঙ্গলবার ভোরে উপজেলার ধলই ৪নং ওয়ার্ডে রজব আলী সারেং বাড়ির ৩০ ফুট উচ্চতার একটি খড়ের গাদায় অজ্ঞাত কারণে আগুন লাগে। ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ৩০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসকের নির্দেশে অগ্নিদুর্গতদের আর্থিক সহযোগিতা করেছেন বলে জানা গেছে।