হাজী মুহাম্মদ মহসিন স্মরণে সাহিত্যসন্ধ্যা

3

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে উপমহাদেশের ইতিহাস শ্রেষ্ঠ দানবীর, শিক্ষাব্রতী, সমাজসেবক হাজী মোহাম্মদ মহসিন স্মরণে “ হে মহাজীবন” শীর্ষক সাহিত্য সন্ধ্যা সম্প্রতি সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ।
সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচক ছিলেন কলামিষ্ট লায়ন এ.কে.জাহেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, সাংবাদিক সুজিত কুমার দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, সঙ্গীতা চৌধুরী, কবি সজল দাশ, কানুরাম দে, কবি রাশিদুল ইসলাম, দিলীপ সেনগুপ্ত, ইসমাঈল চৌধুরী, সবুজ চৌধুরী রকি। সভায় বক্তারা বলেন উপমহাদেশের ইতিহাস শ্রেষ্ঠ দানবীর হাজী মুহাম্মদ মহসিন। যিনি দানশীলতার জন্য দানবীর খেতাব পেয়েছিলেন। দানশীলতার কারণে হাজী মুহাম্মদ মহসিন কিংবদন্তীতে পরিণত হয়েছেন। দানের ক্ষেত্রে তুলনা অর্থে মানুষ সর্বদা তাঁর দৃষ্টান্ত ব্যবহার করে থাকে। এই সর্বশ্রেষ্ঠ দানবীর পুরো বাঙালি জাতি হিন্দু, মুসলিম সকলের কাছে শ্রদ্ধার পাত্র। হাজী মুহাম্মদ মহসিন এর সমাজ সংস্কার, চিন্তা আজও সমান প্রাসঙ্গিক।