হাজীদেরকে সেবা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব

30

আল কিবলাহ্ হজ্ব কাফেলার উদ্বোধন অনুষ্ঠান প্রতিষ্ঠানের চেয়ারম্যান জালাল উদ্দীনের সভাপতিত্বে গত ২২ জানুয়ারি ৯টায় কামালবাজার লায়লা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। সাবেক ছাত্রনেতা অলিদ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং মোহরার ওয়ার্ড কাউন্সিলর মো. আজম, লায়লা টাওয়ারের সত্ত¡াধিকারী মো. কামাল উদ্দীন, আল কিবলাহ হজ্ব পরিচালক হাফেজ মোঃ জাহেদুল ইসলাম, মৌলানা মঈন উদ্দীন রুহি, শামসুল আলম, মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, মোঃ হাসেম, রফিকুল আলম, মোঃ আবু তাহের প্রমুখ। সভায় প্রধান অতিথি সিটি মেয়র নাছির উদ্দীন বলেন, হাজীরা আল্লাাহর প্রিয় বান্দার অন্যতম। আর ইসলামে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের হজ্ব করা ফরজ। তিনি বলেন হাজীদের যারা হজ্ব গমনে সহযোগিতা করেন তারাও আল্লাহ তালার কাছ থেকে সওয়াব পেয়ে থাকেন। হাজীদেরকে উন্নত ও উত্তম সেবা প্রদান করা সংশ্লিষ্ট প্রত্যেক প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, হাজ্বীদের আন্তরিকতা আর নিষ্ঠার সাথে হজ্ব গমনে সহায়তা করাই হোক সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে আল কিবলাহ হজ্ব কাফেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি