হাজির পাড়া-খলিফার দিঘি সড়কে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

98

চন্দনাইশ পৌরসভার হাজির পাড়া-খলিফার দিঘি সড়কে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছা সত্বে বলেছেন, কালভার্ট নির্মাণে কম দামী রড ব্যবহার করা হয়েছে। অন্য কোন ব্রিজে এধরনের রড ব্যবহার করা হয়নি। ঢালাইয়ের পূর্বেই রডে ঝং ধরেছে। সিডিউল মোতাবেক উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ যথাযথভাবে করা হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার মো. আরিফ বলেছেন, সরকারি সিডিউল মোতাবেক ৪’শ এমএমের এসএআরএম রড ব্যবহার করা হয়েছে। সিডিউলে কোন রকম কোম্পানীর নাম থাকে না। ১৬ ফুট উচ্চতা, ২০ ফুট দৈর্ঘ্য, ১৪ ফুট প্রস্থ যথাযথভাবে সিডিউল মোতাবেক কালভার্টটি নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম বলেছেন, উন্নতমানের ৪’শ এমএমের রড ব্যবহার করার কথা রয়েছে। যেহেতু অভিযোগ উঠেছে, তিনি সরেজমিনে তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন। ত্রাণ মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরে ১৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ব্রিজটি স্থানীয়রা সরেজমিনে তদন্ত সাপেক্ষে নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।