হাজারো নেতাকর্মীর চোখের জলে বিদায় অন্তিম শয়ানে মোছলেম উদ্দিন

10

নিজস্ব প্রতিবেদক
তৃতীয় নামাজে জানাজা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এমপি’র দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে হযরত গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে মোছলেম উদ্দিনের মরদেহ দাফন করা হয়।
নামাজে জানাজায় অংশ নেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নজরুল ইসলাম চৌধুরী এমপি, আবু রেজা নদভী এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, এস.আলম গ্রæপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবাবুল আলম, বিএনপির কেন্দ্রীয় নেতা চট্টগ্রামের সাবেক মেয়র মীরমোহাম্মদ নাছির উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মোতাহেরুল ইসলাম চৌধুরী, মো. ইদ্রিচ, এস.এম. আবুল কালাম, খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ, এটিএম পেয়ারুল ইসলাম, নঈম উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান, আবু সাঈদ, আবুল হাশেম, আবুল কাশেম চিশতি, অধ্যাপক মাঈনুদ্দীন, আবুল কালাম আজাদ, এহসানুল হায়দার চৌধুরী বাবুল, আব্দুস সালাম, শাহ্জাদা মহিউদ্দিন, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, মোসলেহ উদ্দিন মনছুর, সফর আলী, নোমান আল মাহমুদ, আবুল হাসনাত বেলাল, মশিউর রহমান, ইউনুচ গণি, আবু জাফর, আব্দুল কাদের সুজন, বোরহান উদ্দিন এমরান, শাহ নেওয়াজ হায়দার শাহীন, আব্দুল হান্নান মঞ্জু, নুরুল আবছার চৌধুরী, এড. মুজিবুল হক, খোরশেদ আলম, মুজিবুর রহমান সিআইপি, এম.এ মোতালেব সিআইপি, আব্দুল মতিন চৌধুরী, গোলাম ফারুক ডলার, ডা. তিমির বরণ চৌধুরী, বিজয় কুমার বড়–য়া, নুরুল কাইয়ুম খান, আবু সুফিয়ান, মোজাম্মেল হক, ছিদ্দিক আহমদ বিকম, বিজন চক্রবর্ত্তী, সৈয়দুল মোস্তফা রাজু, দেবব্রত দাশ, নাছির আহমদ চেয়ারম্যান, আইয়ুব আলী, মোস্তাক আহমদ আঙ্গুর, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, মুহাম্মদ মুছা, আ.ক.ম শামসুজ্জান চৌধুরী, অধ্যাপক হারুন উর রশিদ, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, আবু আহমদ জুনু, নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম রাজা মিয়া, কুতুব উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, সালাহ উদ্দিন হিরু, অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক আব্দুল মান্নান, মো. ফারুক চৌধুরী, জসিম উদ্দিন, সোলায়মান তালুকদার, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দসহ চট্টগ্রামের আপামর জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে রাষ্ট্রীয় মার্যাদায় তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ও চট্টগ্রামের পুলিশ সুপার শফি উল্লাহ। জানাজা শেষে হযরত গরীব উল্লাহ শাহ্ (রহ.) মাজার সংলগ্ন কবর স্থানে তাঁকে দাফন করা হয়। দাফন শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ মহানগর ও উত্তরের সর্বস্তরের নেতাকর্মীরা মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান পূর্বদেশকে বলেন, ‘আগামীকাল (আজ) বাদ আসর আন্দরকিল্লা দলীয় কার্যালয়ে আমাদের সকলের প্রিয়নেতা মোছলেম উদ্দিন আহমদ ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।’