হাওয়াগুহা

55

মনে করো গোলকধাঁধা- আর কিছু নয়
একটি ছায়া আবছা আবছা দেখেছিলে

চোখ ফিরাতেই মিশে গেছে।

মনে করো একটি পাখি-বৃক্ষ ছেড়ে
মধুর শিসে হাতের তালুয় বসেছিল
ধরতে গিয়ে উড়ে গেছে।
মনে করো
থোকা থোকা ধূম্রজাল …
মনে করো অলীক শিশির ; ভিজতে গিয়ে শুকিয়ে গেছে
মনে করো আর কিছু নয় –
ছায়া, গোলকধাঁধা
অলীক পাখির কিচির মিচির
মনে করো দিবাস্বপ্ন; দেখতে দেখতে হাওয়াগুহায় ডুবে গেছে
মনে করো মনের বিভ্রম। দেখতে দেখতে চোখ পুড়েছে।