হাইকোর্ট থেকে জামিন পেলেন শাহাদাতসহ বিএনপির ১০২ নেতাকর্মী

7

নিজস্ব প্রতিবেদক

কাজীর দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী থানার চার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির ১০২ নেতাকর্মী। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের আদালত শুনানি শেষে ছয় সপ্তাহের জামিন মঞ্জুরের আদেশ দেন।
জামিন পাওয়া নেতাদের মধ্যে আছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, দক্ষিণ জেলা যুবদলের যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর সহ ১০২ জন নেতাকর্মী।
আদালতে নেতাকর্মীদের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিনিয়র এডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহাবুদ্দীন খোকন, ব্যারিস্টার কায়সার কামান, এডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট ওসমান চৌধুরী, একেএম খলিলুল্লাহ কাসেম, গোলাম মুক্তাদী উজ্জ্বল প্রমুখ আইনজীবী।
অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, চট্টগ্রামের কোতোয়ালী থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলায় ১০২জন নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর সংশ্লিষ্ট জেলার দায়রা আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
গত ১৬ জানুয়ারি বিকেলে সাড়ে ৩টার দিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। ওই দিন রাতে কোতোয়ালী থানায় চারটি মামলা করা হয়। মামলাগুলোতে অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, বিস্ফোরক আইন ও দÐবিধি আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়।