হাঁস পালন করে স্বাবলম্বী চন্দনাইশের আনন্দ শীল

40

উপজেলার মধ্যম হাশিমপুর শীল পাড়ার প্রবাসী আনন্দ শীল হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন। জানা যায়, মধ্যম হাশিমপুর শীল পাড়ার বাবুল শীলের ছেলে আনন্দ শীল দীর্ঘ ১২ বছর ধরে সৌদি আরবে নরসুন্দর হিসেবে চাকুরী করেছেন। করোনা ভাইরাসের প্রর্দুভাবের আগে দেশে এসে আর যেতে পারেনি। ফলে নিজের বুদ্ধিতে তার পৈত্রিক ১৫ গন্ডা জমিতে একটি পুকুর ও একটি ঘর নির্মাণ করে। টাঙ্গাইল থেকে ৩শ ৫০টি হাঁস ক্রয় করে পালন শুরু করে। প্রতিটি হাঁস ৪শ টাকা করে চলতি বছর মার্চ মাসের শেষেরদিকে এনে লালন-পালন শুরু করে। কয়েক মাস পর হাঁসগুলি ডিম দিতে শুরু করে।
প্রায় ১ থেকে দেড় মাস ডিম দেয় এ সকল হাঁস। কিন্তু কয়েক মাস ধরে ডিম না দেয়ায় অনেকটা হতাশায় রয়েছে আনন্দ শীল। তিনি বলেন, এ হাঁসগুলো লালন-পালন করতে তার পিতা বাবুল শীল, ভাই বিকাশ শীল, মা কাজ করে যাচ্ছেন প্রতিদিন। এ সকল হাঁসের খাবার সরবরাহ করতে দৈনিক ১ হাজার ৫শ টাকা ব্যয় হয়। হাঁস ডিম না দেয়ার কারণে তিনি এসব হাঁস বিক্রি করে নতুনভাবে হাঁস তুলবেন বলে জানান। তিনি প্রবাসে চলে গেলে তার পিতা ও ভাই এ ফার্ম পরিচালনা করবেন বলে জানান। হাঁসের কলোরব, পানিতে ছুটাছুটি দেখতে প্রতিদিন কিছু মানুষ সড়কের পাশে দাঁড়াতে দেখা যায়। তবে হাঁসের ফার্ম করে অবসর সময় অতিবাহিত করার পাশাপাশি স্বাবলম্বী হয়েছে বলে জানিয়েছেন আনন্দ শীল।