হল বাঁচাতে পুরনো ছবি : নওশাদ

127

আজ শুক্রবার থেকে দেশের পুরনো ও ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতায় শুরু হচ্ছে সাত দিনব্যাপী সিনেমা সপ্তাহ। আয়োজনে রয়েছে হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘মধুমিতা মুভিজ’। আয়োজন চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। সাত দিনে দেখানো হবে সাতটি সিনেমা। তবে সবগুলো সিনেমাই অনেক পুরনো। এ বিষয়ে জানতে মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ঢাকা টাইমসকে তিনি জানান, সিনেমা হল বাঁচাতে পুরনো দিনের ছবি চালানোর উদ্যোগ নিয়েছেন তারা। তার অভিযোগ, সরকারি সহায়তার অভাবে দেশের সিনেমা হলগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া দেশেও সিনেমা নির্মাণের হার খুব কম। তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে পুরনো ছবি চালাতে হচ্ছে।
ইফতেখার উদ্দিন বলেন, ‘স্টার সিনেপ্লেক্সের মতো বড় হলগুলো বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে। তাদের হলে মাত্র আড়াইশোর একটু বেশি আসন। দর্শকও সমাজের উচ্চশ্রেণির মানুষ। তারা হলিউডের ছবি আমদানি করে চালাচ্ছে। কিন্তু আমাদের হলে তো আরও অনেক বেশি আসন। অথচ আমরা সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের পক্ষে তো বিদেশি ছবি আমদানি করে চালানো সম্ভব না। তাই হল বাঁচাতে দেশের পুরনো ছবিই ভরসা।’ সিনেমা সপ্তাহের আয়োজনে শুক্রবার প্রথম দিনে দেখানো হবে ‘নিশান’ ছবিটি। প্রয়াত ইবনে মিজানের পরিচালনায় এবং মধুমিতা মুভিজের প্রযোজনায় এটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। এর অভিনয়শিল্পীরা হলেন জাভেদ, ওয়াসিম, ববিতা, সুচরিতা ও মিজু আহমেদ। ১৯ জানুয়ারি দেখানো হবে ফারুক ও কবরী জুটির ‘সুজন সখী’। প্রয়াত আমজাদ হোসেনের কাহিনি নিয়ে এ ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনার দায়িত্ব সামলেছেন আর এক কিংবদন্তি নির্মাতা খান আতাউর রহমান।