হরিজন শিশুরা পতেঙ্গা সমুদ্র সৈকতে ছবি আঁকার খেলায় মাতল

9

 

পতেঙ্গা সমুদ্র সৈকতে নানা বয়সী মানুষ আসে বেড়াতে। এবার বেড়ানো নয়, সেখানে ছবি আঁকার খেলায় মেতে উঠেছিল হরিজন শিশুরা। ভ্রমণের পাশাপাশি তাদের আহার করানো হলো, পুরস্কারও পেল। হরিজন শিশু সূর্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও সাংস্কৃতিক ইনস্টিটিউটের এই আয়োজন ছিল গত ২৪ ডিসেম্বর। তত্ত¡াবধানে ছিলেন শিল্পী গৌতম পাল। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন। শিশুরা বিভাগীয় কমিশনারের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়। ভবিষ্যতে তাদের কেউ পুলিশ, কেউ চিকিৎসক বা প্রকৌশলী হতে চায়। দেশের কাজে সম্পৃক্ত হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট নিলুফার সুলতানা ও কংকন দেবনাথ। সূর্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও সাংস্কৃতিক ইনস্টিটিউটের চেয়ারম্যান সুমি খান বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মূলধারায় আনার দায়িত্ব সকলের।