হরহামেশা যানবাহন আটকে ভোগান্তি কালুরঘাট সেতুতে

13

বোয়ালখালী প্রতিনিধি

কোনো না কোনো যানবাহন প্রায়ই কালুরঘাট সেতুতে আটকা পড়ছে। এতে যানজটে নাকাল হয়ে পড়েছে কালুরঘাট সেতু দিয়ে যাতায়াতকারীরা। গত ২১ নভেম্বরর কালুরঘাট সেতুর মাঝখানে লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক। এতে সেতু দিয়ে গাড়ি পারাপার বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেতুতে লাইনচ্যুত হয় ট্রেনটির গার্ড ব্রেক। যখন সেতুতে চলাচলকারী যানবাহন ও মানুষের যাতায়াত থাকে বেশি।
বিষয়টি নিশ্চিত করে গোমদÐী স্টেশন মাস্টার অনুপম দে জানান, ট্রেনটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে গিয়েছিলো। সেখান থেকে চট্টগ্রামে ফেরার পথে গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় লাইনচ্যুত গার্ড ব্রেকটি রেখে ট্রেনটি অন্যান্য বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। লাইনচ্যুত গার্ড ব্রেক সরিয়ে নিতে উদ্ধারকারী ক্রেন আনার পর সেটা সরানো হয়। এভাবে সেতুতে আটকে পড়ে প্রায়ই সময়। এতে ভোগান্তিতে পড়েন দুইপাড়ের যাত্রীরা। অনেক হেঁটে সেতু পারাপার করেন তখন। এসময় সেতুর উভয় পাশেশতশত যানবাহন দাঁড়িয়ে থাকে। এর আগে গত ২৭ মে রা৩ ৯টার দিকে সেতুর মাঝে লাইনচ্যুত হয়েছিল ওয়াগন ট্রেনের গার্ড ব্রেক। মধ্য রাতে তা উদ্ধার করলে স্বাভাবিক হয় যান চলাচল। এরপর ২৩ আগস্ট রাত ১০টার দিকে সেতুতে কাগজ বোঝাই ট্রাক আটকে ভোগান্তির সৃষ্টি হয় যান চলাচলে। ১২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সেতুতে একটি ট্রাক রেলিংয়ের উঠে গেলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরবর্তীতে তা সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ৫ নভেম্বর রাতে একটি প্রাইভেট কার আটকে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিলো।
সেতু পারাপারকারী সাংবাদিক পূজন সেন বলেন, এ সেতুতে হরহামেশা যান আটকে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হঠাৎ এ ধরনের দুর্ঘটনায় চরম বিপাকে পড়তে হয় যাত্রী সাধারণকে। নতুন সেতু না হওয়া পর্যন্ত এ ভোগান্তির শেষ হবে না।