হযরত সৈয়দ জিয়াউল মাইজভান্ডারী ট্রাস্টের চিকিৎসাসেবা কেন্দ্র উদ্বোধন

17

 

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসা, এতিম ও হেফজখানা কমপ্লেক্স এ ১৩তম চিকিৎসাসেবা কেন্দ্র হিসাবে হযরত সৈয়দ রহিম উল্লাহ্ শাহ্ (রঃ) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়। গত ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় পর্ষদ সহ-সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদার।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, অধ্যাত্ম সাধকরা সুফিবাদের মোড়কে কার্যত মহানবী হযরত মোহাম্মদ (দ.)-এর বৈষয়িক, জাগতিক, অর্থনৈতিক, বিচার সম্বন্ধীয় প্রভৃতি পার্থিব সেবা ও কল্যাণমুলক কর্মসূচিকে জীবন্ত ও সক্রিয় রেখেছেন সময়, পরিবেশ ও জনগণের মানসিক চেতনার স্তরের সাথে সঙ্গতি রেখে। যার যথার্থ বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের মানবসেবামূলক বহুমুখী কর্মসুচি বাস্তবায়নে। মোঃ সুমন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ। আরও উপস্থিত ছিলেন, সেভেন রিং সার্কেল গ্রুপের সাবেক ডিজিএম মোঃ কোব্বাত চৌধুরী, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, শাহজাদা আবদুল করিম, মোসলেম উদ্দিন চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, তাজ মোহাম্মদ মিয়া, মাওলানা নূর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি