হযরত বন্দে আলী শাহ্ দরবার শরীফে দোয়া মাহফিল

12

জুমা বার করোনা ভাইরাস হতে মুক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও রোগ মুক্তির জন্য হযরত বন্দে আলী শাহ্ (রাঃ) এর দরবার পরিচালনা কমিটির উদ্যোগে গত ১৬ এপ্রিল কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চাকতাই হাজী মকবুল আলী সওদাগর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাঈম উদ্দিন সাহেব। উক্ত দোয়া মাহফিলে খতিব বলেন-আল্লাহর পবিত্র কোরআন এবং রাসূল পাক (দ.) এর হাদিসে উল্লেখিত নির্দেশ অমান্য করে চলার কারণে আজ সমগ্র বিশ্বের মাঝে করোনা নামে ভয়ঙ্কর রোগ ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্ববাসীকে আতঙ্কিত করেছে। তাই এখনও সময় আছে আসুন আমরা সকলেই আল্লাহর নির্দেশ রাসুল পাক (দ.) এর হাদিসের নির্দেশ মতে চলি। আসুন আমরা সকলে আল্লাহর দরবারে ক্ষমা চাই, তিনি দওয়া করিলে বা আল্লাহর নৈকট্য লাভ করিলে অল্প দিনেই আমরা করোনা নামে ভয়ঙ্কর রোগ হইতে মুক্তি পাব। সমাজে হানাহানি, পুত্র সন্তানরা মাতা পিতার অবাধ্য চলা এবং ঘুষ, মাদক, বেবিচার, এবং হারাম খাওয়া, আল্লাহর নিয়ামত খাওয়ার পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করার কারণে গজবের পর গজব নাজিল হইতেছে।