হযরত গাউসুল আযম শাহ আহমদ উল্লাহ মাইজভান্ডারী বার্ষিক ওরশের প্রস্তুতি সভা

81

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে নগরীর বহদ্দারহাট বাদুলতলা জঙ্গি শাহ (র.) মাজার লেইনস্থ সিরাজ ভিলা অস্থায়ী কার্যালয়ে সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে ১০ই মাঘ বার্ষিক হযরত গাউসুল আযম শাহ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক অমর শর্মা, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, নগরীর মহিলা সম্পাদিক ঝুমু দাশ, সদস্য সচিব সোমা চৌধুরী সুমি, ডেজী চৌধুরী, কাশ্মিরি দাশ, সুইটি আচার্য, রুপন দাশ, ঝন্টু শীল, ঝুমুর সর্দার, সোমা শর্মা, অগ্নিনীলা শর্মা দিয়া, দ্বীপ শর্মা, আদ্রিতা চৌধুরী, প্রনাম দাশ মহাদেব, সুমন পাল, পুজা শীল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল। বক্তারা বলেন, বিশ্ব মানবতার পঞ্চম তীর্থ ভূমি মাইজভান্ডার শরীফের প্রাণ পুরুষ গাউসুল আযম হযরত মাওলানা শাহ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারী কেবলা কাবার বার্ষিক ওরশ শরীফে জুলুস সহকারে সমবেতভাবে মাইজভান্ডার শরীফ গাউছিয়া হক মঞ্জিলে বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) রওজা শরীফে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের সকল সদস্যদের আহবান জনান। সভাপতি আরো বলেন, মানবতা আত্মশুদ্ধির অমিয় কবজ, মাইজভান্ডারী ত্বরিকার বেলায়েতে মোতালেকার সপ্ত কর্মপদ্ধতি অনুস্মরণের মাধ্যমে নিজ জীবন গঠনের স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব ও সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোর জন্য আহবান জানান। সংগঠনের প্রচার সম্পাদক ঝন্টু শীলের পিতার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। বিজ্ঞপ্তি