হযরত আমিরে মুয়াবিয়া কনফারেন্স

3

জযবাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে হযরত আমিরে মুয়াবিয়া (রাদ্বি:) কনফারেন্স আজ ২৩ ফেব্রæয়ারি, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী। তিনি বলেন, সাহেবায়ে কেরাম সত্যের মাপকাঠি। হযরত আমিরে মুয়াবিয়া (রাদ্বি:)সহ সকল সাহাবায়ে কেরাম নিষ্কলুষ চরিত্রের অধিকারী। তাঁরা হলেন উম্মতের আদর্শতুল্য। তাই তাদের সমালোচনা করা কুফরী। সাহাবায়ে কেরামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা ও শর্তহীন আনুগত্যই ঈমানের দাবি। বক্তারা বলেন সকল মাজহাবের ইমাম, তরিকতের ইমাম, গাউসুল আজম আব্দুল কাদির জিলানী (রাদ্বি:), খাজা গরীবে নেওয়াজ, গাউসুল আজম মাইজভাÐারী (রহ:)সহ যুগে যুগে প্রসিদ্ধ উলামা মাশায়েখ সাহাবী হযরত আমিরে মুয়াবিয়ার (রাদ্বি:) শানে বিন্দুমাত্র কটুক্তি করেননি। বরং তাঁকে শীর্ষস্থানীয় মান্যবর সাহাবীর মর্যাদায় ভূষিত করেছেন। এজন্য প্রকৃত মুসলমান কখনোই সাহাবায়ে কেরামের মর্যাদায় আঘাত হানতে পারে না। যারা সাহাবা নিন্দুক তারা পথভ্রষ্ট ও সত্যচ্যুত বলে বক্তারা উল্লেখ করেন। মুহাম্মদ হানিফ মান্নান শাকিলের সঞ্চালনায় কনফারেন্সে মূখ্য আলোচক ছিলেন- আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী, আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবনেতা নুরুল্লাহ রায়হান খান, মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী, আবু নওশাদ নঈমী, সোহেল উদ্দিন আনছারী, ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের, মাওলানা গোলাম হোসাইন কাদেরী, ইকবাল জাহিদ, মাওলানা ফয়সাল কাদেরী প্রমুখ।
মিলাদ কিয়াম শেষে দেশ-বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত এবং ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ কামনায় মুনাজাত করা হয়।