হতাহতদের পরিবারের মাঝে চেক বিতরণ আজ

23

নিজস্ব প্রতিবেদক

সীতাকুন্ডের কেশবপুরে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে সংঘটিত অনাকাক্সিক্ষত অগ্নিদুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে আজ সোমবার অর্থ সহায়তার চেক বিতরণ করা হচ্ছে। সকাল ১১টায় নগরীর সার্কিট হাউসে বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষের আয়োজনে অনাড়ম্বর অনুষ্ঠানে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান। বিএম ডিপোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে নয়টার দিকে সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় নেদারল্যান্ডস ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল বিএম কন্টেইনার ডিপোর অভ্যন্তরে লোডিং শেডে আগুন লাগে। এরপর রাত ১১টার দিকে সেখানে কন্টেইনারে বিস্ফোরণ ঘটে। অগ্নিকান্ড ও বিস্ফোরণে সরকারি তরফে সর্বশেষ ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভেছে নয় ফায়ার ফাইটারের। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। এছাড়া, দগ্ধ ও আহত দুই শতাধিক ব্যক্তিকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে পরিবহন সংস্থা ও ডিপোর শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা রয়েছেন।