হতাশ করেননি সিলেটের দর্শক

10

টসে জিতে বাংলাদেশ দল যখন ব্যাটিংয়ে নামে তখনও মাঠের চারপাশের গ্যালারি ছিল ফাঁকা। দর্শক বলতে ছিল হাতেগোনা শ’খানেক। ধারণা ছিল, হয়তো এবার একদিনের ম্যাচে ক্রিকেটে বিমুখে দর্শক।
কিন্তু না, সিলেটের ক্রীড়ামোদিদের সঙ্গে ক্রিকেটের মিশে থাকা যেন চায়ের কড়া লিকার আর ‘সাতকরা’র ন্যায়। তা আবারও প্রব করলেন সিলেটের মানুষ।
সিলেটের মাঠে বাংলাদেশের সামনে খানিকটা দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে। যে কারণে গতকাল পর্যন্ত টিকেট বিক্রিতে সাড়া মেলেনি। যে পরিমঠু দর্শক হয়েছে, তা আশা জাগানিয়া।
বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম বলেন, ‘ক্রিকেট নিয়ে সিলেটের দর্শকরা সব সময়ই পজিটিভ। টেস্ট কিংবা একিদিনের ম্যাচ হোক, সিলেটের দর্শকরা মাঠে এসে খেলা দেখেন, কখনও হতাশ করেন না।