হতাশার মোড়ে সাপে কাটে

5

চবি প্রতিনিধি

সাপের কামড়ে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র।
আহত ওই ছাত্রের নাম সালাহ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হতাশার মোড় এলাকায় সাপের কামড়ের শিকার হন তিনি। এরপর তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়া হয়। চবি মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক শান্তনু মহাজন বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাত ১১টার দিকে চিকিৎসা নিতে এসেছেন। আমরা তার পায়ে সাপে কামড় দেওয়ার চিহ্ন দেখতে পাই। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাটিয়ে দিই।
ভুক্তভোগী শিক্ষার্থী সালাহ উদ্দিন বলেন, সাপের কামড়ে আহত হওয়ার পর আমি চবি মেডিকেলে যাই। সেখান থেকে আমাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। এখন আমি মোটামুটি সুস্থ্য আছি।