হতদরিদ্র নারীকে এমপি দিদারের ঘর উপহার

6

উত্তর কাট্টলীর হতদরিদ্র গৃহহীন ফরিদা বেগমকে নিজ খরচে ঘর করে দিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। গত কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একব্যক্তি গৃহহীন হত দরিদ্র ফরিদা বেগমকে নিয়ে একটা স্ট্যাটাস দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসটি নজরে আসে স্থানীয় সাংসদ দিদারুল আলমের। তিনি নিজ খরচে হতদরিদ্র গৃহহীন ফরিদাকে একটা ঘর উপহার দেন। নতুন ঘর পেয়ে খুশি ফরিদা। তিনি বলেন, স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে দিন যাপন করছিলাম। নিজের থাকার ঘরটিও ছিল না। দিদারুল আলম এমপি আমাকে থাকার জন্য ঘর করে দিয়েছেন। আমি তাকে কৃতজ্ঞতা জানাই। উত্তর কাট্টলীতে ফরিদা বেগমকে নতুন ঘরটি হস্তান্তর করেন সাংসদ দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মনজু, মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান, লোকমান হোসেন, হাবিবুর রহমান, গিয়াস উদদীন জুয়েল, আজম খান, মোমিন, টিটু প্রমুখ। এ ব্যাপারে সাংসদ দিদারুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি সাধ্যমত চেষ্টা করছি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করার। বিজ্ঞপ্তি