হঠাৎ কি হল মোহামেডান ব্লুজের? ব্রাদার্সের কাছে এমন নাস্তানাবুদ!

19

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডান ব্লুজকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ৩য় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে আলোবিঘিœত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন এর সাজ্জাদ হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। এটি লিগের ৪র্থ হ্যাটট্রিক। এর আগে কাস্টমসের নয়ন, ব্রাদার্সের হেলাল ও মোহামেডান ব্লুজের শাখাওয়াত রণি হ্যাটট্রিক করেন। দাপটে খেলা ব্রাদার্সের পক্ষে গতকালকের ম্যাচে অপর গোল দু’টি করেন সায়মন ও রুম্মান। অসহায় মোহামেডান বøুজের পক্ষে একমাত্র গোলটি করেন আবির। তবে অসাধারণ এ গোলটি এবারের লিগের অন্যতম সেরা দৃষ্টিনন্দন গোল। ৪ ম্যাচ শেষে ব্রাদার্স ১০ পয়েন্ট পেলেও সমসংখ্যক খেলায় মোহামেডান ব্লুজের সংগ্রহ ৫ পয়েন্ট।
শিরোপা প্রত্যাশী ব্রাদার্সেও বিপক্ষে গতকালকের বিগ ম্যাচে স্বনামধন্য কোচ নজরুল ইসলাম লেদু বা নাসির উদ্দিনের মোহামেডান ব্লুজের খুঁজে পাওয়া যায়নি। আগের ম্যাচে ড্র করা ব্রাদার্সের একের পর এক আক্রমনে মোহামেডান ব্লুজের রক্ষণভাগকে শুরু থেকেই নড়বড়ে মনে হচ্ছিল। আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান শাখাওয়াত রণিকে তো একেবারেই নিষ্প্রভ মনে হয়েছে। বলতে গেলে মোহামেডান ব্লুজের খেলোয়াড়দের চিনতে হয়েছে জার্সির নম্বর দেখে। ফলে উজ্জীবিত ব্রাদার্সের সামনে অসহায় আত্মসমর্পনে বাধ্য হয়েছে চট্টগ্রাম লিগের ২০১২ মওসুমের চ্যাম্পিয়ন এবং তিনবারের রানার্স আপ ঐতিহ্যবাহী দলটির।
এত বাজে খেলার ব্যাপারে মোহামেডান বøুজের কোচ নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রণিসহ দুইজন খেলোয়াড়ের জ্বর। পরে শুনেছি তিনজন খেলোয়াড় আগের দিন খ্যাপ খেলতে গেছে। প্লেয়াররা অসৎ হলে টিম কিভাবে ভাল ফল করবে? মোহামেডান অন্তঃপ্রাণ এক ফুটবল পাগল ক্ষোভের সাথেই বলেন, এক সময়কার সমর্থকপুষ্ট, দর্শকনন্দিত মোহামেডান এখন এতিম সংস্থা। ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ কোন শীর্ষ কর্মকর্তা, এমনকি টিম ম্যানেজারও মাঠে নাই। শুনেছি, প্লেয়াররা পেমেন্টও ঠিকমত পায়নি। আগামী ম্যাচগুলোতে সবাই ঠিকমত রেসপন্স করবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। ঐতিহ্যবাহী মোহামেডানের এমন দশা-ভাবতেই কষ্ট হচ্ছে। বড় ব্যবধানে, সহজ এ জয়ের ফলে ব্রাদার্স ইউনিয়ন চলতি মওসুমের শিরোপা লড়াইয়ে বেশ এগিয়ে গেলেও ভাল টিম নিয়েও আপাতত চ্যাম্পিয়ন ফাইট থেকে ছিটকে পড়েছে বলা যায়।
আজকের খেলা: কোয়ালিটি বনাম জেলা পুলিশ (বিকেল সাড়ে ৩টা)।