হজরত ফাতেমা যাহরা (আ.) এর জন্মবার্ষিকী উদ্যাপন

18

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর কন্যা হযরত ফাতেমা (আ.) এর পবিত্র জন্মদিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আঞ্জুমানে আহলে-বায়েত বাংলাদেশ এর উদ্যোগে ২১ জানুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, যে নূরের আকর্ষণে সারা জাহান মাতওয়ারা, যে নূরের আলোতে আলোকিত আশি হাজার মাখলুক, সিরাজাম মুনীরা হিসেবে যে নূর উদ্ভাসিত, সে নূরের সরাসরি অংশ হজরত ফাতেমা তুয যাহরাবাতুল (আ.)। প্রিয়নবী সালালাহু আলাইহিওয়াসাল্লামের বংশধারার কেন্দ্রীয় ব্যক্তিত্ব। যত নারী জান্নাতে যাবেন, সবার নেত্রী ফাতেমা (আ.)। ইসলামে নারীদের যথাযোগ্য আদর্শ ছিলেন হযরত যাহরা (আ.)। অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি মওলানা আমজাদ হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় মা ফাতেমার জন্মদিবস আয়োজিত হয় খুব সুন্দরভাবে। কিন্তু আমাদের দেশে থাকে না কোন আয়োজন। আমরা আমাদের নিকট আত্মীয়ের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করি কিন্তু আমরা জান্নাতে নারীদের সর্দার ফাতেমা তুয যাহরা (আ.) এর জন্মবার্ষিকী পালন করতে ভয় পাই। এবার থেকে ২০ জমাদিউস সানি আমরা সকলে মিলে মা ফাতেমার জন্মবার্ষিকী পালন করবো। আলোচনা সভায় মা ফাতেমার শানে নাথ, কাসিদা পাঠ করেন শেখ আবুল ফজল ও বাবর। তার আগে অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন মাওলানা হাফেজ আজিজ উল্রাহ। আলচনা সভায় নগর ও বিভিন্ন উপজেলা থেকে ৩০০ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তব্য দেন হজরত উয়াইস করণী বায়তুল আমান জামে মসজিদের খতিব মওলানা হাবিবুর রহমান আল-কাদেরী, হজরত গরীবে নেওয়াজ জামে মসজিদের খতিব মওলানা আব্দুর রহমান আল-কাদেরী, রাঙ্গুনিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন মোস্তফা জাহাংগীর, মাওলানা আবু সালেহ, পীরানে পীর আব্দুল কাদির সুন্নিয়া মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা আনোয়ার হোসেন, কামাল তাহেরি প্রমুখ। বিজ্ঞপ্তি