হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সা. সম্পাদক ইউসুফকে শুভেচ্ছা

33

হকি কেন্দ্রের সংগঠক ও সিজেজেকে এস নির্বাহী কমিঠির সদস্য মোহাম্মদ ইউসুফ সিনিয়র যুগ্ন সম্পাদক হিসাবে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় কেন্দ্রের প্রতিষ্ঠাতা, চেয়্যারম্যান মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। হকি কেন্দ্রের প্রতিনিধি দল সাক্ষাত কালে মোহাম্মদ ইউসুফ চট্টগ্রাম তথা জাতীয় পর্যায়ে হকি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে হকি কেন্দ্রের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় কেন্দ্রের প্রতিনিধি দলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ মোশফেকুর রাহমান আরমান, মঈনুদ্দীন মাহমুদ শাকিল, এহ্সান বিন ইব্রাহিম, আনিসুর রশীদ, আবু শাহাদাৎ চৌধুরী প্রমুখ।
এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গনে বাংলাদেশ ক্রীড়ামোদি দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগ এর সভাপতি সেলিম আসলাম সোহেল এবং ক্রীড়ামোদি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহব্বান জানিয়ে তার সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি

হকি কেন্দ্র স্কুল হকি লীগের ২১তম আসর শুরু আজ

দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পরিকল্পনায় হকি কেন্দ্র প্রশিক্ষণার্থীদের বার্ষিক মান নির্ণয়ের আয়োজন স্কুল হকি লিগের ২১তম আসর আজ থেকে শুরু হচ্ছে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের মাঠে। কেন্দ্রের বর্তমানে পরিচালিত চারটি ইউনিট যথাক্রমে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, নাসিরাবাদ গভঃ স্কুল, জেএমসেন স্কুল এন্ড কলেজ, চসিক হাতে খড়ি স্কুল এন্ড কলেজ এর হয়ে প্রশিক্ষণার্থীরা এই লিগে অংশগ্রহণ করবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে প্রধান বিশেষ অতিথি হিসেবে দশদিনব্যাপী এই লিগের উদ্বোধন করবেন এবং জেলার সাবেক কৃতি হকি খেলোয়াড় শামশুজ্জামান বাবু বিশেষ অতিথি থাকেবেন। উল্লেখ্য যে, প্রথম পর্বের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী তিনটি দল সুপার থ্রী পর্বে শিরোপা লড়াই এ অবর্তীণ হবে। উদ্বোধনী খেলায় আজ বিকাল ৩ টায় বর্তমান চ্যাম্পিয়ন চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ এর মোকাবেলা করবে চসিক হাতে খড়ি স্কুল এন্ড কলেজ।