হকি কেন্দ্রের ২৩তম স্কুল লিগে চ্যাম্পিয়ন মিউনিসিপ্যাল স্কুল

7

 

শতভাগ জয়ের রেকর্ড গড়ে চমৎকার নৈপুন্য দেখিয়ে স্কুল হকি লীগের ১০ম শিরোপা ঘরে তুলেছে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ। গত বুধবারে অনুশ্ঠিত সুপার থ্রীর শেষ ম্যাচে জে.এম.সেন স্কুলকে ১-০ গোলে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে স্বাগতিকরা। ৩৭মিনিটে স্বাগতিক দলের কুশলী ফরোয়ার্ড সাজ্জাদের একটি ফিল্ড গোলে ১-০ তে এগিয়ে যায়। শেষ পর্যন্ত গোলের লীড ধরে রেখে মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ লীগ শিরোপা নিজেদের করে নেয়। লীগে ৫ খেলা শেষে মিউনিসিপ্যাল সবকটি ম্যাচে জয়লাভ করে সর্বোচ্চ ১৫ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
জে.এম.সেন স্কুল লীগে রানার্স আপ হয়। লীগে ১৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করে মোহাম্মদ সাজ্জাদ (মিউনিসিপ্যাল) এবং লীগের সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করে মোহাম্মদ ইমাজউদ্দীন (মিউনিসিপ্যাল) এবং ম্যাচসেরা হয় প্রেম ঘোষ। খেলা শেষে হকিকেন্দ্র প্রতিষ্ঠাতা মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সি.জে.কে.এস হকি কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল বিজয়ী দলের ট্রফি বিতরণ করেন এবং সাবেক কৃতি হকি খেলোয়ার মোহাম্মদ ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হকি কেন্দ্র পরিচালক ফয়জুর রহমান রবিন, মির মোহাম্মদ কফিল উদ্দীন সিদ্দিকী।