হংকংয়ে প্রথম লকডাউন ঘোষণা

7

করোনাভাইরাস বিস্তার রোধের অংশ হিসেবে হংকং প্রথমবারের মতো একটি শহর লকডাইন ঘোষণা করেছে। শনিবার এক বিবৃতিতে কাউলীন উপদ্বীপের জর্ডান এলাকা লকডাউন ঘোষণা দেয়া হয়। ওই এলাকায় প্রায় ১০ হাজার মানুষ বাস করে। সরকারি কর্মকর্তারা জানিয়েছে, জর্ডান এলাকায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা শূন্যতে আনার জন্য সবার করোনাভাইরাস টেস্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য ৪৮ ঘন্টা সময় লাগবে। করোনা নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি এই লকডাউনের বাইরে যেতে পারবে না। হংকংয়ের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত দুই সপ্তাহের মধ্যে যে কেউ ওই এলাকায় দুই ঘন্টার অধিক সময় কাটিয়েছে তাদেরকে করোনা টেস্ট করাতে হবে।