হংকংয়ে অর্ধশতাধিক গণতন্ত্রপন্থি নেতাকর্মী গ্রেপ্তার

13

হংকংয়ের গণতন্ত্রপন্থি কয়েক ডজন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন শহরটির নিরাপত্তা মন্ত্রী জন লি। সরকারকে ‘পঙ্গু’ ও ‘উৎখাতের’ পরিকল্পনা করার মাধ্যমে তারা নতুন নিরাপত্তা আইন লংঘন করেছে, এমন সন্দেহে এই গ্রেপ্তার বলে জানিয়েছেন তিনি। বেইজিং গত বছর সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের ওপর নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার পর বুধবারের এ গ্রেপ্তার কান্ডকেই হংকংয়ের সরকারবিরোধী শিবিরের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় ধরপাকড় অভিযান বলে মনে করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিরাপত্তা মন্ত্রী লি বলেছেন, গ্রেপ্তাররা সমাজের ‘মারাত্মক ক্ষতি’ করার পরিকল্পনা করেছিল, কর্তৃপক্ষ এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ বরদাশত করবে না। রয়টার্স বলছে, পুলিশের এ গ্রেপ্তার অভিযানের লক্ষ্য ছিল হংকংয়ের সুপরিচিত গণতন্ত্রপন্থি নেতাকর্মীরা। এরা আইনসভার নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ঠিক করতে গত বছরের জুলাইয়ে অনুমোদনহীন ও স্বতন্ত্র ভোটের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। হংকংয়ের ওই আইনসভার নির্বাচন স্থগিত রয়েছে।