সয়াবিন তেলের দাম বেশি রাখায় ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা

19

খাগড়াছড়ি প্রতিনিধি

ভোজ্যতেল এর দাম মুল্য তালিকার চেয়ে বেশি রাখায় দায়ে খাগড়াছড়ির গুইমারা বাজারে ২টি ও উপজেলার জালিয়াপাড়ায় বাজারে ১টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ৯ মে গুইমারা বাজারে সয়াবিন তেল এর দাম মূল্য চেয়ে বেশি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় গুইমারা বাজারের মিলন স্টোরকে ৮ হাজার টাকা ও মেসার্স চন্দ্রিমা স্টোরকে ৮ হাজার টাকা এবং জালিয়াপাড়া নবী স্টোরকে ৪ হাজার টাকা জরিমান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তুষার আহমেদ ভ্রাম্যমাণ এ জরিমানা করেন।
তিনি বলেন, গুইমারা বাজারের কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে সয়াবিন তেল এর দাম মূল্য চেয়ে বেশি রাখার অভিযোগ ছিলো। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, সাধারণ মানুষ থেকে মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি কারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।