সড়ক-ফুটপাতে নির্মাণ সামগ্রী, অর্ধলক্ষ টাকা জরিমানা

7

নিজস্ব প্রতিবেদক

চান্দগাঁও আরাকান রোড, পুরাতন চান্দগাঁও থানা ও মৌলভী পুকুরপাড় এলাকায় সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখায় ১০ জনকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযানে নেতৃত্ব দেন।
এছাড়াও চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মোকদ্দমায় ৪ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো কাঁচাবাজারে পলিথিনবিরোধী অভিযান পরিচালিত হয়। এই সময় দুই দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকান মালিক ও ক্রেতা সাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।