সড়ক পরিবহন আইন পথচারীদের সচেতন করতে নগরীতে ভিন্নধর্মী কার্যক্রম

29

নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে পথচারীদের সচেতন করতে প্রচারণা কার্যক্রম চালিয়েছে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন। গত বৃহষ্পতিবার নগরীর কর্নেল হাট এলাকায় এ ভিন্নধর্মী প্রচারণা কার্যক্রম চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আকবর শাহ থানা, লিও জেলা পরিষদ ৩১৫-বি৪ বাংলাদেশ ও ক্যাব আকবর শাহ থানা। সংগঠনগুলো ব্যানার, লিফলেট নিয়ে সকাল থেকে সড়কের উপর অবস্থান নেয়। এ সময় তারা পথচারীদের সচেতন করতে লিফলেটও বিতরণ করে। ব্যানার, প্ল্যাকার্ডে নতুন সড়ক পরিবহন আইন মেনে চলতে চালকদের পাশাপাশি পথচারীদেরও সচেতন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯, ১০ ও ১৩নং ওয়ার্ডের (সংরক্ষিত) কাউন্সিলর আবিদা আজাদ, উপ পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কামরুল ইসলাম, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ক্যাব আকবর শাহ থানার সভাপতি ডা. মেসবাহ উদ্দিন তুহিন, সহ-সভাপতি মো. শফি, সেক্রেটারি দিাদরুল আলম প্রধান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি রোটারিয়ান এসএম আজিজ, লায়ন্স জেলার কেবিনেট ট্রেজারার আশরাফুল আলম আরজু, লায়ন রাজিব সিনহা, ক্যাব হালিশহর সভাপতি এমদাদুল করিম সৈকত, নাট্যকার আবু ইউসুফ সন্দ্বীপী, কেফায়েত উল্লাহ কায়সার, ডা. কিশোর আচার্য্য, কহিনুর আকতার, ছোটন সেন, লিও জেলা সহ-সভাপতি লিও এইচ এম হাকিম, লিও মহিউদ্দিন সিরাজ, লিও নূর হোসাইন, লিও হাসান, লিও মাসুদ প্রমুখ। ফুটপাত পরিস্কার রাখুন, ওভারব্রিজ ব্যবহার করুন ও জেব্রা ক্রসিং ব্যবহারে সচেতন হউন’ শিরোনামে আয়োজিত কর্মসূচি শেষে সড়ক ও ফুটপাত পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন আয়োজকরা। বিজ্ঞপ্তি