সড়ক দুর্ঘটনায় পা হারানো সালামকে অর্থ সহায়তা প্রদান

3

বান্দরবান প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় পা হারানো আবদুল সালামের চিকিৎসায় নগদ ৩৫ হাজার টাকা অর্থ সহায়তা করেছে বান্দরবান কেরানীহাট-চট্টগ্রাম বাস কোস্টার পূর্বানী চেয়ার কোচ মালিক সমিতি। গত ৩ অক্টোবর বান্দরবানের বাসস্টেশন এ বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম বাস কোস্টার পূর্বানী চেয়ার কোচ মালিক সমিতির কার্যালয়ে সড়ক দুর্ঘটনায় পা হারানো আবদুল সালামের কৃত্রিম পা সংযোজনের জন্য এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম বাস কোষ্টার পূর্বানী চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাশ ঝন্টু আবদুল সালামের হাতে নগদ ৩৫ হাজার টাকা প্রদান করেন। এসময় সমিতির কার্যকরী সদস্য আব্দুর শুক্কুর,সদস্য আহম্মেদ হোসেন ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বান্দরবান-কেরানীহাট -চট্টগ্রাম বাস কোস্টার পূর্বানী চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাশ ঝন্টু জানান, ১ বছর আগে বান্দরবান-কেরানীহাট সড়কের একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার আবদুল সালাম গুরত্বর আহত হয়।এসময় আবদুল সালাম তার এর একটি পা ভেঙে তিনি দীর্ঘদিন অসহায়ভাবে জীবনযাপন করে, তার চিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে প্রথমে ১ লক্ষ ২১ হাজার টাকা প্রদান করা হয়। সম্প্রতি আবদুল সালাম একটি কৃত্রিম পা সংযোজন করার ইচ্ছা পোষন করলে তাকে আবার নগদ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাশ ঝন্টু আরো জানান,আমাদের বাসের কর্মচারী আবদুল সালাম এর চিকিৎসার জন্য আমরা প্রচুর অর্থ সহায়তা করেছি এবং আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।আবদুল সালাম বান্দরবান-কেরানীহাট সড়কে একটি লোকাল বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন এবং তার বাড়ী চট্টগ্রামের সাতকানিয়ার চদাহ ইউনিয়নে।