সড়ক দুর্ঘটনায় আহত থিরিমান্নে

4

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। বৃহস্পতিবার সকালে দেশটির উত্তরাঞ্চলের শহর অনুরাধাপুরার কাছে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই লঙ্কান ক্রিকেটার। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো বিষয়টি জানিয়েছে। থিরিমান্নে যে গাড়িতে ছিলেন, তার বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তীর্থযাত্রায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় থিরিমান্নের গাড়ি। থিরিমান্নের চোটের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর তাকে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গাড়িতে থিরিমান্নের সঙ্গে আরও একজন যাত্রী ছিলেন। তিনিও আহত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন। জাতীয় দলের হয়ে ৪৪টি টেস্ট, ১২৭টি ওয়ানডে এবং ২৬টি টি-টুয়েন্টি খেলেছেন থিরিমান্নে। ২০২২ সালের মার্চে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন থিরিমান্নে। শ্রীলঙ্কার হয়ে তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপ, দুটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপেও খেলেছেন থিরিমান্নে। ২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ দুটোই জিতেছেন তিনি। সে বছর এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিলেন, পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।