সড়কে নির্মাণসামগ্রী পেলেই নিলামের ঘোষণা

33

নিজস্ব প্রতিবেদক

নগরীর ব্যস্ততম এলাকায় বাকলিয়া এক্সেস রোডের কাজ প্রায় শেষের দিকে। ওই এলাকার জনগণের যাতায়াতের অন্যতম মাধ্যম এ সড়কটি। এ ছাড়া সড়কটি দিয়ে দেলোয়ার জাহান মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরাও চলাচল করেন। কিন্তু সড়কটির মুখেই অর্ধেকের বেশি দখল করে নির্মাণ সামগ্রী রেখেছেন নির্মাণধীন রিভার ভিউ ভবনের মালিক। গত ছয়মাস ধরে এভাবে সড়ক দখল করে ভবন নির্মাণের কাজ চলছে। শুধু ভবনটি নয়, ওই সড়কে অন্তত ৩০টি নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী রাখা হয় চলাচলের পথ দখল করে। এদিকে ভবনের মালিক যত প্রভাবশালী হোক, জনগণের হাঁটার পথ রুদ্ধ করে কেউ নির্মাণ সামগ্রী সড়কে রাখলে তা সাথে সাথে নিলাম করা হবে বলে পূর্বদেশকে জানিয়েছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
নগরীর মোহরা ওয়ার্ডস্থ মৌলভী বাজার এলাকায় সড়ক দখল করে রাখা নির্মাণ সামগ্রী গতকাল নিলামে বিক্রি করেছে চসিক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে ওই এলাকায় আরেক ব্যক্তি জরিমানা দিতে অপারগতা প্রকাশ করলে মালামাল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত ওই অভিযানে আরাকান সড়কের কাপ্তাই রাস্তার মাথা থেকে মৌলভী বাজার পর্যন্তÍ রাস্তার উভয় পার্শ্বের অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করাসহ রাস্তায় মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১২ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৪৮ হাজার জরিমানা করা হয়। এছাড়াও ষোলশহর ২নং গেট ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় বায়েজিদ রোডের উভয় পার্শ্বের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জানিয়ে সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম পূর্বদেশকে জানান, ‘পথচারীর পথ উন্মুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ করছেন অনেক ভবন মালিক। এমন মালামাল পেলে সাথে সাথে নিলাম করার নির্দেশ দিয়েছেন মেয়র। তাই অভিযানকালে আমরা স্পট নিলাম করছি।’ গত মাসের ১৭ তারিখ সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী জব্দ করে সেগুলো তাৎক্ষণিক উন্মুক্ত নিলামে বিক্রি করে দেশজুড়ে আলোচনায় আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মূলত তিনি মিরপুরের পাইকপাড়া এলাকায় ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযানে গিয়ে দেখতে পান, সেখানে প্রধান সড়ক ও ফুটপাতে বিপুল পরিমাণ রড, ইট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী অবৈধভাবে রেখে দেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে না পেয়ে ডিএনসিসি মেয়র সড়ক ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিষয়টিকে উদাহরণ হিসেবে নিয়ে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পূর্বদেশকে জানান, ‘সড়কে গাড়ি চলবে, মানুষ চলাচল করবে। ভবন নির্মাণের সামগ্রী রাখার জন্য নয়। যারা ভবন নির্মাণ করছেন তাদের বিষয়টি মাথায় রেখেই কাজ করতে হবে। নির্মাণ সামগ্রীর কারণে অনেক দুর্ঘটনা ঘটে। মানুষ মরে গেলে আলোচনায় আসে। অনেকে আহত হচ্ছেন। দিনশেষে মানুষ সিটি করপোরেশনকে দোষারোপ করে। সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখা কোনোভাবে সহ্য করা হবে না। নির্মাণ সামগ্রী যেখানে দেখা যাবে সেখানে নিলামে বিক্রি করা হবে’। তিনি সবাইকে নির্মাণ সামগ্রী সড়ক থেকে সরিয়ে ফেলার অনুরোধ করেন।