সৎ-দক্ষ কর্মকর্তারা দেশের চেহারা পাল্টে দিতে পারেন

25

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, একজন সৎ, নিষ্ঠাবান কর্মকর্তা তাঁর মেধা ও দক্ষতা দিয়ে আন্তরিকতার সাথে কাজ করলে প্রতিষ্ঠান নয় দেশের সার্বিক চেহারা পাল্টে দিতে পারে। আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনকালে তাঁর মেধা ও শ্রম দিয়ে সিটি কর্পোরেশনের জন্য একটি লিগ্যাল ফাউন্ডেশন তৈরী করে গেছেন। এই কাজের জন্য সিটি কর্পোরেশন তাকে স্মরণে রাখবে। গত মঙ্গলবার বিকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিনের পদোন্নতি ও বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বিদায় আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তা মনীষা মহাজন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সিবিএ সভাপতি ফরিদ আহমদ। উপস্থিত ছিলেন-তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, আকবর আলী, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, অতি. প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের, আনোয়ার জাহান, সিবিএ সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুল হক সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে চসিকের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।