সৎ উপার্জন ও হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত

20

চর-চাকতাই ঈদে মিলাদুন্নবী কমিটি :
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন মাহফিলে বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদর্শ অনুকরণ করার নামই ইসলাম। প্রত্যেক মুসলমান আল্লাহর প্রেরিত কোরআন এবং নবী ও রসুলের আদর্শ ধারণ করে চলতে পারলেই পরকালের নাজাতের পথ সুগম হবে। আল কোরআন হচ্ছে ইসলামের একটি পূর্ণাঙ্গ বিধান। সৎ উপার্জন ও হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত। সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে।তিনি আজ বাদ এশা চর-চাকতাই ঈদে মিলাদুন্নবী (সা.) ওয়াসাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চর-চাকতাই ঈদে মিলাদুন্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল সম্প্রতি নয়া মসজিদ সংলগ্ন মাঠে মাহফিল কমিটির সভাপতি হাজী নবাব খানের সভাপতিকে মো. ইউসুফ মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, প্রধান ওয়াজিন ছিলেন রাউজান দারুল উলুম ইসলামিক কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মৌলানা মো. আব্দুল ফোরকান খান কাদেরী, প্রধান বক্তা ছিলেন মাওলানা মো. হাসানুল হক কাদেরী।

বাঘঘোনা এম আর ছিদ্দিক গেট :
নগরীর বাঘঘোনা এম আর ছিদ্দিক গেট হাবিব ম্যানশনে গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউনিট শাখার ও এলাকাবাসী ছাত্র যুবকদের যৌথ উদ্যোগে গত ৩ নভেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) ও খতমে গিয়ারবী শরীফ, ফাতেহায়ে ইয়াজদাহুম উদ্যাপন মাহফিলের সভাপতি মোহাম্মদ আলী আহমদের সভাপতিত্বে ও মাওলানা এস এম সিরাজুল ইসলাম নেকীর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান। বিশেষ আলোচক ছিলেন হযরত জুলমানশাহ (রহ.) শাহী জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম কাদেরী। প্রধান অতিথি ছিলেন ১৪নং লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছিদ্দিক আহমদ, বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটির বাংলাদেশ খুলশী থানা শাখার সভাপতি মকবুল আহমদ খান, গাউছিয়া কমিটি বাংলাদেশ খুলশী থানা শাখার সাধারণ সম্পাদক জনাব নুর মোহাম্মদ, মাওলানা আব্দুল জব্বার আল কাদেরী, গিয়ারবী শরীফ পরিবেশন করেন হাফিজ মোহাম্মদ ইদ্রিস। মাহফিলে সার্বিক দায়িত্বে ছিলেন মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ জহির উদ্দীন, মোহাম্মদ হাসান, মো. হুমায়ুন, মো. মিজান, মো. শাউন, মো. সানজু, মো. সিয়াম, মো. কাইফ, মো. তাফসিন, মো. সাওয়ান প্রমুখ।

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ:
নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী কনভেনশন গত শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী। কীনোট স্পীকার ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ এমদাদুল হক, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র মহাসচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মসজিদ আল নুরের ডাইরেক্টর প্রফেসর আল্লামা ক্বারী গোলাম রাসুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেইন, প্রচার সম্পাদক মাওলানা শেখ মো. মোস্তফা কামাল।

কুয়াইশ জানালী হামদুশাহ আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা :
কুয়াইশ জানালী হামদুশাহ আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ) ও ফাতেহায়ে ইয়াজ দোহম উপলক্ষে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৫ নভেম্বর সকাল ৯ ঘটিকায় মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক মুফতি আল্লামা অধ্যাপক জয়নুল আবেদীন জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ ইউসুফ চৌধুরী আলকাদেরী, মাওলানা লিয়াকত হোসেন,মুহাম্মদ তারেক, শিক্ষিকা সাবরিনা, কলি, তাজিন সহ প্রমুখ। সভাপতির বক্তব্যে অধ্যাপক জয়নুল আবেদীন জিহাদি বলেন, ধর্মীর শিক্ষার অভাবে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না তাই সকলের উচিত ধর্মীর শিক্ষা প্রচার প্রসারে এগিয়ে আসা।

পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটি :
যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গত গত ৫ নভেম্বর গাউছুল আজম আবদুল কাদের জিলানি (র:) ওফাত দিবস উদযাপনের লক্ষ্য পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির উদ্যোগে বাদ এশা কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদে এক আজিমুশশান নুরানি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন- আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক বিশিষ্ট লেখক, গবেষক ও কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদের সন্মানিত খতিব আলহাজ্ব আবদুল মন্নান আল- কাদেরি। বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন- বক্স আলী বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মুহাম্মদ কাউছার উদ্দিন। মিলাদ মাহফিল পরিচালনা করেন কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ নেছার আহমদ আল- কাদেরি। এসময় আরো উপস্থিত ছিলেন মওলানা মো. ফরিদুল আলম, মওলানা মো. লুৎফুর রহমান, মওলানা মো. মহিউদ্দিনসহ পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির নেতৃবৃন্দ।