সৎসঙ্গ বিহার সাতকানিয়ার সাংগঠনিক সভা

16

সৎসঙ্গ বিহার সাতকানিয়ার উদ্যোগে সাংগঠনিক সভা গত ১৮ জুন নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় সৎসঙ্গ বিহার সাতকানিয়ার উন্নয়নকল্পে ব্যাপক সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহ-প্রতিঋত্বিক প্রধান শিক্ষক সাধন চন্দ্র সুশীল।
সংগঠক দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-প্রতিঋত্বিক সুভাষ চন্দ্র আচার্য্য, মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাশ, অধ্যাপক শুভাশীষ দাশ (রকেট), সংগঠক অরুন কান্তি মল্লিক, চিটাগাং ট্রাস্টের চেয়ারম্যান ডা. নারায়ন চন্দ্র মজুমদার, অধ্যক্ষ অনুপ চক্রবর্ত্তী, ব্যাংকার নারায়ণ কান্তি দাশ, খোকন দাশ, রাজীব দাশ, উত্তম দাশ, নেপাল দাশ, কবি অরুন শীল, দীপেন দাশ, রত্না চক্রবর্তী, মঞ্জুলা ব্যানার্জী, প্রধান শিক্ষক শেখর দাশগুপ্ত, সুনীল শর্মা প্রমুখ।
উপস্থিত ছিলেন বাপ্পী ধর, অজয় ধর, রাজিব ধর, রনজিত দে, পোস্ট মাস্টার শিমুল মিত্র, অধ্যাপক উজ্জ্বল দাশ, অজিত চৌধুরী, সঞ্জয় চক্রবর্তী, ভাষ্কর চক্রবর্তী, দিলীপ সেন, নিত্যপ্রিয় দত্ত, জিমি পালিত, রিগ্যান বসাক, দেবরাজ মিত্র, নারায়ণ দত্ত, বিভাস দাশ, উত্তম দাশ, শান্তু দাশ, জনি দাশ, শিক্ষিকা চম্পা দাশ, প্রধান শিক্ষিকা শিপ্রা দাশ, রানু বিশ্বাস, মিলন দে, জুয়েল বণিক, অজয় দাশ, রাজীব বিশ্বাস প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে দেবাশীষ বিশ্বাসকে সভাপতি, অরুন কান্তি মল্লিককে সাধারণ সম্পাদক ও মিল্টন কান্তি দাশকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সৎসঙ্গ বিহার-সাতকানিয়া উন্নয়ন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি