স্রষ্টার সাথে সৃষ্টির মেলবন্ধন তৈরি করে সুফি ও মরমী সংগীত’

15

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলের কাওয়াল ও মরমী শিল্পীদের সাথে মতবিনিময় সভা গত ২১ সেপ্টেম্বর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে এবং প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় সভায় চট্টগ্রামের প্রবীণ কাওয়াল ও মরমী শিল্পীরা উপস্থিত ছিলেন। শিল্পীরা কাওয়ালী ও মরমী গানের বর্তমান পরিবেশের বিভিন্ন অসংগতি তুলে ধরেন এবং উত্তরণের জন্য নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি ট্রাস্টের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা বলেন, বর্তমানে অপসংস্কৃতি, অনৈতিকতার প্রাবল্যে সঠিকভাবে সুফি ও মরমী সংগীতের ব্যাপক চর্চার মাধ্যমে মানুষের অন্তরে খোদা প্রেম জাগ্রত করা সম্ভব। স্রষ্টার সাথে সৃষ্টির এক অপূর্ব মেলবন্ধন সুফি ও মরমী সংগীতই তৈরি করতে পারে। সভায় প্রবীণ কাওয়াল ও মরমী শিল্পীদের মধ্যে আবদুল মালেক কাওয়াল, দেলোয়ার হোসেন কাওয়াল, আহমদ নূর আমিরী, আহমদ নবী আমিরী, বাবুল কান্তি শীল, আব্দুল্লাহ্ আল হান্নান, সৈয়দ জাবের সরোয়ার, সৈয়দ আবু সালেহ, শিমুল শীল, নয়ন শীল, এ এম এম সোবাইর, সিফাত আমিরী, এম নুরুল আমিন, সামসুল হায়দার তুষার, নুরুল আমিন, মেহেদী হাসান, নাঈমুর রহমান আকিক, মোহাম্মদ মাসুদ পারভেজ, শাহরিয়ার আলম সানি, মোহাম্মদ শাহেদুল ইসলাম, আহমদ বিন দিদার, ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি