স্যামুয়েল হ্যানিম্যানের জন্মজয়ন্তী উদ্যাপিত

53

চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পুরাতন গীর্জাস্থ সংগঠনের কার্যালয়ে গত ২৬ এপ্রিল সকাল ৯ টায় বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রতন চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন মহানগর শাখার সভাপতি ডা. সুধীর চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. এ কে এম ফজলূল হক সিদ্দিকী, প্রধান আলোচক অধ্যক্ষ ডা. লক্ষণ চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন ডা. তপন ভৌমিক, সমাজকর্মী এস এম এরশাদুল করিম, প্রভাষক ডা. সত্যজিত চৌধুরী, বাহোপ মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. জসীম উদ্দিন, অধ্যক্ষ ডা. পরিমল চন্দ্র সাহা।
প্রবন্ধ পাঠ করেন সীতাকুন্ড শাখার সাধারণ সম্পাদক ডা. মাহাতাব হোসেন মাজেদ। ডা. লাভলু চক্রবর্ত্তী ও ডা. শ্যামল চক্রবর্ত্তীর পরিচালনায় আরো বক্তব্য দেন ডা. দিলিপ রায়, মো. সাইফুল ইসলাম, ডা. অনুপম চৌধুরী, ডা. আশিকুর রহমান, ডা. মাইমুনা আক্তার, ডা. টিটু পাল, ডা. তামজিদ সিদ্দিকী, ডা. শিউলী রানী সাহা, অধ্যাপিকা ডা. রাশেদা আক্তার, ডা. আহমেদুল হক, ডা. তামান্না সুলতানা, ডা. কমল নাথ, ডা. স্বপন ভৌমিক, ডা. পরেশ চন্দ্র, ডা. ইকবাল হোসেন, ডা. মোস্তাফিজুর, ডা. তপন দেবনাথ, ডা. অঞ্জলী সেন প্রমুখ। বক্তারা বলেন, হ্যানিম্যান ছিলেন একজন কিংবদন্তী মহান মানবতাবাদী মহাপুরুষ। তাঁর জীবন ছিল কঠিন সংগ্রামে মূর্তময়।
এ সংগ্রাম মানবের রোগমুক্তি, সুন্দরতম জীবন, জ্ঞানময় ও শান্তিময় পৃথিবীর জন্য। তারা চট্টগ্রামে হ্যানিম্যানের নামে একটি সড়কের নামকরণ করার দাবি জানান। বিজ্ঞপ্তি